নেমে গেছে বৃষ্টি ছাতা নেই
বারান্দায় কোন পাত্র পাতা নেই
এই যে নেমেছে মেঘ অসময়
উচ্ছ্বাস নেই কারো চোখময়।
এ বৃষ্টিতে নেই ফুল কদমের
এ বৃষ্টি গায় না গান বরশের
বর্ষা বলেছে তাকে আমি চিনি না
এ বৃষ্টি কার মেয়ে সে আমি জানি না!
তবু দেখ নামে মাঠে নভেম্বরের বৃষ্টি
ফুলকপি ভিঁজে বলে একি অনাসৃষ্টি
সীমের গা চুয়ে পড়ে ঐ বিন্দু জল
বিরহের পালকিতে কার চোখ ছল ছল!
নভেম্বর রেইন সুর তোলে বেদনার
এ বেলা আমায় দেখে নাও শেষবার
এবার আমার ছুটি পাতারা ঝরবে
কুয়াশার চাদরে শীত বুড়ি আসবে।