এই মাঠ, এই ঘাট, এই শান্ত নদীর বাঁক
যে যেমন সে তেমনই থাকে
যেমন দিনের পরে রাতের আঁধার আসে।
যদি তুমি ভাব তোমার প্রস্থানে
বদলে যাবে নদীর স্রোত গভীর গোপনে
থেমে যাবে পাখির কোলাহল ক্ষণিকে
বাতাস থামবে পথের ধারে চমকে
মিছেই ভাবনা তোমার;
এ জীবন ছলনার, কামনার, মোহ-মায়ার
জানতো চলার পথে স্রোত থমকে গেলে
সে ঠিকি অন্য পথে যাবে চলে।
তোমার অন্তিম বিদায়ে
এতটুকুও ক্ষতি হবে না কারো
হবে না এতটুকু কম্পন কারো মনে
যতটুকু কম্পন জাগে শান্ত পুকুরে
এক ফোঁটা শিশির ঝরে গেলে!
তুমি ভাব তুমি অপরিহার্য
ভুল, ভুল ;সবি নির্মম ভুল
একবার চোখ বুজে দেখ
মনে হবে তুমি ছিলেই না কখনো!
এই কবিতা, এই হাসি গান, এই গল্প গাঁথা
সেদিনও লেখা হবে এই বাটে
তোমার শূন্যতায় এতটুকু রবে না অপূর্ণ।
তুমি ভাব তোমার না থাকায় বদলে যাবে সব
বিশ্বাস কর কিছুই বদলাবে না, কিছু বদলায় না।