হে মহান বন্ধু
তোমার উদারতায় আমরা মুগ্ধ
তোমাদের বীরদের বীরত্বে আমরা অভিভূত
বিড়াল ছানাকে বাঘ ভেবে
তোমরা প্রায়ই ভুল করো
সে দোষ তোমার নয় বন্ধু
সে দোষ হতচ্ছাড়া বেড়াল ছানার!
যেদিন ফেলানী ঝুলেছিল কাঁটাতারে
সেদিন বিশ্ব তোমাকে থু থু দিয়েছিল
আমি বলি কি বিশ্বের বিবেক অন্ধ
বন্ধুর যদি সীমান্তে এতটুকু অধিকার না থাকে
তবে এ আবার কেমন বন্ধুত্ব!
বন্ধুত্বের মাঝে কি থাকে সম্পর্ক লেনাদেনার
বন্ধুত্ব হবে একতরফা
বন্ধুর বাড়ি ইলিশ যাবে
কৃতজ্ঞতায় গদগদ হয়ে বন্ধু বাঁধ দিবে
সব নদী, নালা, ঝর্ণা শুকিয়ে হবে চৌচির
এ নিয়ে কে প্রশ্ন করে?
কোন তৃতীয় পক্ষ আমাদের বন্ধুত্বে আসুক
সে আমরা চাইনে
আমাদের বন্ধুর বীরত্বে আমি খুশিতে আটখানা!

এক দস্যি মেয়ে স্বর্ণা দাস
সে যদি আমার বন্ধুর দেশে ঢুকে যেত
ভাবতে পার কি হত!
তিড়িং বিড়িং লাফ মেরে আমার মহান বন্ধু দেশের
যদি করে ফেলত কোন ক্ষতি
তা ভাবলে এখনো ভয়ে আমি কেঁপে উঠি!
নাহ্ সে আর হয়নি
বন্ধুর বীর সন্তানেরা কিশোরী মেয়েটির বুকে
দিয়েছে বুলেটের এক তীব্র আঘাত!
স্বর্ণা দাস
মরে গেছে
ভয় নেই
আমার বন্ধু বেঁচে গেছে
জয় হোক মহান বন্ধু তোমার
তুমি বেঁচে থাকো চিরকাল।