একজন অহংকারহীন মানুষ
তার কোন অহংকার নেই
সেই অহংকারে সারা দুনিয়ার
অহংকারী মানুষদের মন্ডৎপাত করে
নিরহংকারের চর্চা করে হররোজ!
একজন বিণয়ী মানুষ
বিণয়ে মাটিতে মিশে গিয়ে
অবিণয়ী মানুষদের ছায়া দেখে
দূর্বিনীত হয়ে ওঠে ক্ষণে ক্ষণে!
একজন সামাজিক মানুষ
পৃথিবীর সব অসামাজিক মানুষদের
তীব্র ভাষায় গালি দিয়ে
সামাজিকতার মিছিলে চলে ছুটে!
দুঃখজনক হলেও এটাই সত্যি
সে আসলে নার্সিসাস সিন্ড্রোমে আক্রান্ত
সে নিজেই সুন্দর, নিঁখুত
সে বাকী পৃথিবীর সমালোচনা করবে
তার খুঁত ধরেছেন তো মরেছেন
সে চায় শর্তহীন প্রশংসা।