(নবাব সলিমুল্লাহ স্মরণে)

নবাব
এ জাতি আজও বুঝেনি তোমার অভাব।
তোমায় কেউ স্মরে না
তুমি ছিলে সেকথা কেউ বলে না।
কতটা অকৃতজ্ঞ হলে
তোমায় ভুলেছে সবাই খেলার ছলে!
এদেশে দেখো কত জন্মদিবস
কত মৃত্যু দিবস, কতশত উৎসব
কত সিম্পোজিয়াম, কত সেমিনার
কত বিরানীর প্যাকেট, কত জিলাপি
কই সেখানে কেউ তোমায় মনে করে না।
চাষা ভূষারা মানুষ হোক তা অনেকেই চায়নি
তুমি চেয়েছিলে
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় করেছ সংগ্রাম।
তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়
আজ একশত বছরের যুবক!
এদেশের মুক্তি সংগ্রামে
এ দেশের স্বাধীনতা বিনির্মানে
ঢাকা বিশ্ববিদ্যালয় সবার অগ্রভাগে।
অথচ আজ এখানে তোমার কথা বলার কেউ নেই
বাংলার চাষা ভূষার ছেলেরা আজ সাহেব হয়েছে
তোমায় মনে রাখলে পাছে ওদের জাত যায়!
সেই ভয়ে কেউ তোমার কথা বলে না।।