থাকে মানুষের মনে
কি থাকে চামড়ার ভাঁজে ভাঁজে
যে সমুদ্রের জল স্বচ্ছ নীল
কি আছে সে জলের অতলে
যে হাসি চির অনিন্দ্য সুন্দর
কি আছে সে হাসির আড়ালে
যে ঝিনুক লুকিয়ে আছে আঁধারে
তার মাঝেই মুক্তা মানিক জ্বলে
যে মানুষ কেঁদেছে ক্ষণে ক্ষণে
সেখানেই শপথের দ্বার খোলে
কে কবে সমুদ্রে উপর দেখে বুঝেছে
সমুদ্র তলে কত হিংস্রতা খেলা করে
কে কবে মানুষের বাহ্যরূপের পরে
ভেবেছে ভেতরে কদর্যতা সুর তুলে
যে সমুদ্রে থাকে সমুদ্র লতা সেখানেই হাঙর
যে মানুষের মনে থাকে প্রেম সেখানেই ভাঙন
যে হেসেছে ভুবন ভুলিয়ে  সেই হাসি শুরু নয়
যে কেঁদেছে নয়ন ভরিয়ে সে কান্না শেষ নয়
পৃথিবী যদি হয় অপার বিস্ময়ের পথে যাত্রা
তবে মানুষ- সে বিস্ময়ে প্রবেশের প্রথম দরজা!