দিগন্ত বিস্তৃত মক্কার চারণভূমি
খেঁজুর গাছের পাতায় মরুর লু হাওয়া
রাখাল চলছে বকরির পাল লয়ে
পশ্চিমে সূর্য পড়েছে ঢলে ঢলে!
সুদূর কোন সাগরের তীর হতে
ফিরছে অজানা পাখিরা দলে দলে
মক্কার শিশুরা সবে খেলছে হাস্যরসে
আমার নবী তখন বসে নিরবে আপন মনে।
কি এক গভীর ভাবালুতা?
এতটুকু শিশু, কি তার ব্যক্তিত্বের গভীরতা!
দেখে মনে হয় যেন সবার থেকে আলাদা।
এতিম শিশু
কেউ চায়নি নিতে
বিবি হালিমা এক দূর্বল গাধায় চড়ে
নিলেন শিশু নবি মোহাম্মদ কে।
চলছে গাধা কি দূরন্ত গতি তার
গতকালও ছিল যে সবার অনেক পিছে
আজ সে চলছে যেন রূপকথার এক ঘোড়া
শিশু মোহাম্মদ দুর্ভিক্ষের ঘরে বরকতে বারতা।
অভাবি হালিমা
অভাবের সংসারে
একি আলোর রেখা!
স্তনে পূর্ণ দুধ
তরতাজা বকরির পাল
কেটে গেছে অভাবের লহমা।
আমার নবী
বেড়ে ওঠছেন এক মুক্তাঞ্চলে
সেখানে সবে বিশুদ্ধ ভাষাভাষী
দৃষ্টির সীমা ঐ দূরের নীলাকাশ।
সেদিন কে এলো আকাশের অতিথি
শিশুরা খেলছিল অন্য দিনের মত
তারই হতে একটু দূরে
হলো নবীর বক্ষ বিদীর্ণ!
হৃদপিণ্ড থেকে শয়তানের অংশ কেটে
স্বর্ণপাত্রে জমজমের পানিতে ধুয়ে
নবীর বক্ষে করা হলো পুনঃ স্থাপন।
আমার নবী
যার শৈশব কেটেছে বিবি হালিমার ঘরে
অভাবের সংসারে এসেছেন বরকত হয়ে।