আমার নবী থাকেন আমার বড় কাছে
যেথায় পদ্ম পুকুর নিরব জল টলমলে
যেথায় দীঘির জলে মাছেরা জিকির করে
বিলের ঝোঁপে পোকা মাকড় খোদারে স্মরে!
আমার নবী থাকেন আমার বর্ষা জলে
গ্রীষ্মের নিরব দুপরে আমার মনের ধেয়ানে
আমার নবী থাকেন শরৎ নীলে সাদা কাশে
হেমন্তের ধানের ক্ষেতে কচি কচি সবুজ ঘাসে
আমার নবী থাকে কনকনে শীতে তাহাজ্জুতে
বসন্তের কোকিলের গানে হাজার ফুলের মাঝে
আমার নবী থাকেন মাঝ দরিয়ার ঢেউয়ের দোলে
ভীষণ ঝড়ে যখন আকাশ ফুঁসে ওঠে ভীষণ ক্রোধে
আমার সকল কল্পনাতে আল্পনাতে স্বপ্ন দেখা স্বপ্ন মাঝে
আমার নবী থাকেন সকাল সাঁঝে সকল কাজে আমার মাঝে।