আমি ভেবেছিলাম ঐ শেষ পাহাড়টায় উঠলেই-
আমি খ্যাতির চূড়ায় উঠে যাব
আমার হাতে থাকবে অফুরন্ত ক্ষমতা
আমি চাইলেই সব করতে পারব চোখের ইশারায়
কিন্তু; পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে-
আমি আরও অনেক পাহাড় দেখতে পেলাম
ওসব পাহাড়ে না উঠলে আমার ক্ষমতা পূর্ণতা পাবে না।
আমি উঠছিতো উঠছি; ক্ষমতার তীব্র লালসাতে
একটা পাহাড় শেষ হলে আরেকটা পাহাড় এসে দাঁড়ায়
সে বলে, ক্ষমতা পেতে চাও তবে আমাকে জয় কর
আমি ছুটে চলি, অফুরন্ত ক্ষমতার লোভে।
আমার পাহাড়ে ওঠা শেষ হয় না
একটার পর একটা, তারপরে আরেকটা
আমি আর কত পাহাড়ে উঠব?
ক্ষমতার পারদের শেষ বিন্দু কবে ছুঁয়ে দেখব?
আমি ক্লান্ত প্রায়; এখনো নতুন অনেক পাহাড় আমার সামনে
ক্ষমতার চূড়ায় যেতে হলে ওসব পাহাড়ে উঠতে হবে
আমি আবার ছুঁটে চলি
নতুন নতুন পাহাড়গুলো আমায় ইশারায় ডাকছে।