-
আকাশে আজ মেঘের মেলা
জল জল খেলা
কালো মেঘের পালক বেয়ে
ছল ছল বেলা।
এমন দিনে ঘরের কোণে
কানে কানে বাজে
টিনের চালে সুরের মায়া
ঝম ঝমা ঝম রাগে।
খুকি যেন হাঁটছে অাজি
রিনি ঝিনি পায়ে
উঠোন জুড়ে বৃষ্টি নামে
ঝিরি ঝিরি লাজে।
দস্যি খোকা চল্ল কোথা
উড়ু উড়ু মন
মেঘের বাড়ি যাবে নাকি
ঝরো ঝরো ক্ষণ।
ব্যাঙের বাড়ি অাজ যেনগো
সাজ সাজ রব
সেই খুশিতে করছে যে তাই
ঘ্যাঙর ঘ্যাঙর সব।
কৈ মাছেরা নাচছে হেথা
ঝাঁকে ঝাঁকে ঝাঁক
দূর পাহাড়ে মেঘে হাঁকে
গুড়ুম গুড়ুম হাঁক।