সে সারাক্ষণ তোমার সাথে থাকবে
তুমি তার দিকে তাকাবে না
তাকে খুশি করতে কিছু করবে না
সে বেঁচে থাকতে করবে না কদর
তার কাজের হবে না মূল্যায়ন
তার যেচে কথা বলা, হাসিমুখ
খুনসুটি এসবের কোন দাম নেই
তার ফোন পেলে তুমি বিরক্ত হবে
যখন বলবে- কেমন আছ?
তুমি কপাল কুচকে বলবে- আদিখ্যেতা!
তার যন্ত তোমার চোখে পড়বে না
তার স্নেহ ভালোবাসা তুমি বুঝবে না
তার আদর মনে হবে সস্তা কিছু
তার মহৎ গুন তোমার চোখে পড়বে না
অথচ সে মরে গেলে
তুমি কেঁদে ভাসাবে বুক
তার কবরে রাখবে ১০১ টা লাল গোলাপ
তার স্মরণ সভায় ঝরাবে প্রশংসার ফুলঝুরি
তাকে দেবে মরণোত্তর সোনার মেডেল!
হায় তুমি যদি জানতে
মরণের পর পৃথিবীর সব প্রশংসা
পৃথিবীর সব সম্পদ তার কাছে অর্থহীন
বেঁচে থাকতে- একটু হাসিমুখ, কাজের স্বীকৃতি
হতে পারত বড় পুরস্কার, তার বেঁচে থাকার প্ররণা।