নির্জনতা তুমি কোথায়?
এই কোলাহলের পৃথিবীতে তুমি ফিরে এসো
যে নির্জনতায় ইব্রাহীম পেয়েছিল আপন অস্তিত্ব
নিরব ধ্যানে পাথরের খোদা নামক মরীচিকা ভুলে
খুৃঁজে পেয়েছে চিরন্তন, শ্বাশত, প্রেমময় প্রভুর দেখা।
যে নির্জনতায় খোয়াজ খিজির
পেয়েছিল অনন্তলোকের জ্ঞান, প্রভুর সান্নিধ্য
তুমি ফিরে এসো সেই পথ ধরে আবার
হেরার গুহা হতে আলোক রশ্মি জ্বেলে
পথহারা, দিশাহারা মানুষের মাঝে।
এ পৃথিবীর যত মিছিল, যত বিপ্লব, যত চিৎকার
যত ভাঙা-গড়ার গান, যত পরিবর্তন, পরিবর্ধন
যত মহান সৃষ্টি, যত কবিতা, মহাকাব্য, চিত্রশিল্প
যত নব নব আবিস্কার, যত মুক্তির জয়গান
এ সবের মূলেই কোন এক নিরব ধ্যানীর আত্নদান।
তাই নিরবতার পথে বেয়ে আবার কোন মহামানবে
পৃথিবীর কুলষতা মুছে দিতে তুমি এসো নির্জনতা হে।
- সুলতান মাহমুদ