মাঝে মাঝে মনে হয়
আসহাবে কাহাফের মত কোন গুহায় চলে যাই
ঘুমিয়েই পার করে দেই পুরো একটা জীবন!
মাঝে মাঝে মনে হয় এই ফ্যাসাদের নগর ছেড়ে
একটা প্রভু ভক্ত কুকুর সাথে করে
খুঁজি নতুন কোন গুহা!

ফ্যাসাদ বড় অদ্ভুত জিনিস
ফ্যাসাদে জল ঘোলা হয়
ঘোলা জলে মাছেরা ছোটে দিকদ্বিক
শিকারি ঘাপটি মেরে বসে থাকে শিকারের আশায়
টেটার বর্শাতে লেগে থাকে তাজা খুন!

ফ্যাসাদ বড় আজব প্রেম
ফ্যাসাদের নগরে ঘুরে বেড়ায় ফ্যাসাদপ্রেমি
পায়ের উপর পা দিয়ে সৃষ্টি করে ঝগড়ার প্রলয়
চারদিকে সৃষ্টি হয় মৎস্যন্যের শাসন
ছোট মাছ ঢুকে পড়ে বড় মাছের পেটে!

দূরের বাতাসে ভেসে আসে কু এর মন্ত্রণা
মানুষের অন্তরে তোলপাড় করে নানা অপতথ্য
তার বিচারের ক্ষমতা ছিল না কোন কালেই
কে ফাসেক, কে খালেছ? জানে না সে
বিবেকের বদ্ধ দরজায় লাগে আরও তালা
অধর্ম বেড়ি পড়ায় ধর্মের শরীরে!

মানুষ ছোটছে হয়ত সামনেই শান্তির মরিচীকা
সবাই শান্তি চায় তাল গাছের ভাগ রেখে
সমতার তসবি জপে বিভেদের বীজ বুনে
এ বিভেদের জালে জড়িয়ে করি হাসফাস
এখন একটু স্বস্তি চাই, স্বস্তি এ নগরে নাই।

ভাবছি, আসহাবে কাহাফের মত চলে যাব তাই
কোন এক নির্জন গুহায় কাটিয়ে দেব
ফ্যাসাদহীন এক স্বস্তিময় জীবন!