কিছু চোখ থাকে শুষ্ক নদীর মত
সে চোখে জল থাকে
ব্যথা পেলে সে চোখ কাঁদে
সে ব্যথার জল কেউ দেখে না
চোখের কোণেই তা শুকায়
যেমন শুকায় নদী চৈত্রের খরতাপে!
কিছু মন থাকে জমাট মেঘের মত
সে মন কষ্ট পেলে মনেই হারায়
কেউ দেখে না সে ব্যথা
মনে মনের ব্যথা মনেই মুছে
যেমন জমাট মেঘ বাতাসে যায় ভেসে!
কিছু চোখ কিছু মন হররোজ
ব্যথা পাবে, ব্যথা সবে; যেন আজন্ম নিয়তি
কিছু চোখ ব্যথা দেয়, কিছু চোখ সয়ে যায়!