---------------------
মাগো আমায় আকাশ দেখার সময় দিও
বইয়ের ভারে আমার আর আকাশ দেখার সাধ জাগেনা।
শরতের আকাশ, তারা ভরা রাতের আকাশ, রংধনুর রংয়ের আকাশ।
আমি আকাশ দেখে আকাশের মত উদার হতে চাই।
মাগো আমি নদী দেখতে চাই
নদির তীরে কান পেতে
হাজারো জনপদের গল্প শোনতে চাই।
আমি পাহাড় দেখে পাহাড়ের মত বিশাল হতে চাই
ব্যাংয়ের ডাক শোনতে চাই
ঝিঁঝিঁ পোকার গান শোনতে চাই
মোরগের লড়াই দেখতে চাই।
মাগো আমি পাখি হতে চাই
আমি ঘাস ফড়িং হতে চাই
আমি প্রজাপতির সাথে উড়তে চাই।
আমাকে ভাবতে দাও, প্রকৃতির কাছে যেতে দাও
বইয়ের ভার হতে, প্রাইভেট, টিউশনি, টিউটরের ফাঁদ হতে
আমাকে মুক্তি দাও।
আমার শৈশবকে গলা টিপে হত্যা না করে
টিউটনের আপেল বাগানে বসার মত একটু অবসর দাও
হয়ত এ অবসরে তোমার ছেলে রচিবে
নতুন পৃথিবীর নতুন কোন গল্প।।