খ্যাতি
দিন শেষে তুমি ভেসে যাও বানের জলের মত
দুচোখ মিলিয়ে যেতে কবরের মাটিতে মিশে
হারিয়ে যাও মহাকালের অতল গহ্বরে
ঠিক যেমন আকাশের ঘন কালো মেঘ
অঝোর ধারায় ঝরে সদূরে মিলায়!

দিনশেষে কেউ গহণা পরে ঘুমায় না
ওসব অলংকার ক্ষণিকের সৌন্দর্য বাড়ায়
রাতের আঁধারে শূন্য দেহখানা
হারিয়ে যায় ঘুমের রহস্যময় দেশে।

খ্যাতি তুমি ঠিক প্রেয়সীর ছোট্ট নাকফুল
জীবনে নিয়ে আসো কিছুটা বাড়তি রঙ
অথচ তোমাকে পাওয়ার উদগ্র বাসনায়
হাজারো বনী আদম কত না সেজেছে সঙ!

খ্যাতি, তোমাকে পাওয়ার লোভ বড় সর্বনাশা
এমন কোন মাদক নেই তোমার মাদকতার মত!
তুমি হাজারো খ্যাতিমানকে বেঁধেছ ছকে
খ্যাতির বিড়ম্বনায় খ্যাতিমানরা নিঃসঙ্গ বেদনায় পুড়ে।

খ্যাতি,  তুমি মরিচীকা, অদ্ভুত, অতৃপ্ত নেশা
লোকদেখানো সুখ, তুমি ভেতরে অসুখ
তুমি মানুষকে করে ফেল তোমার আজন্ম কৃতদাস
তোমাকে হারানোর ভয়ে মানুষেরা সব হারায় অবশেষে!