ওগো কেরামান কাতেবিন
তোমাদের কলমের কালিতে কি লিখেছ আজ
এত কাছে তবুওতো পাই না খসখস আওয়াজ!
তোমাদের কলমে লেখা হলো সব
আমার জীবনের কোন কিছুই বাদ যায়নি জানি
অণুপরিমান ভালো কাজ, অণুপরিমান খারাপ কাজ
লিখে চলেছ অবিরাম দিন রাত
আমার শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্যের ইতিহাস
জানি সে ইতিহাস খোলা হবে একদিন
মহা বিচারের দিন মহাপ্রলয়ের পরে!
তোমরাতো লিখে গেলে
সে লেখা সাক্ষ্য দেবে আমাদের কৃতকর্মের
খোদা করবেন চূড়ান্ত বিচার এ সাক্ষ্যের আলোকে।

খোদা কি করবেন তা তিনিই জানেন
তবে তিনি দয়ার সাগর
বান্দাকে মাফ করার জন্য তার ভান্ডার উন্মুক্ত
সে আশাই আমাদের বেঁচে থাকার প্রেরণা।

ওগো কেরামান কাতেবিন
আমি যেন শোনতে পাই কলমের খসখস আওয়াজ
তোমরা চলেছ লিখে ক্লান্তিহীন, নিদ্রাহীন অবিরাম!