শিয়াল মশার মনটা খারাপ রংটা হলো সবুজ
রংটা ছিল বাদামী তার ছিলনা সে অবুঝ
কিন্তু হঠাৎ কি যে হলো খোয়াড়ে দিয়ে হানা
গৃহস্থের বেদম পিটুনি খাবে তাও কি ছিল জানা?
উহু আহা হুক্কা হুয়া কেঁদে কেটে দিশেহারা
দৌড়ে শেষে পড়ল এসে রংয়ের পটে কম্মসারা!
বনে কি আর থাকবে মাথা করে চুরি খেয়ে ধরা
বাদামী রংয়ের শিয়াল এখন সবুজ রংয়ে হুক্কা হুয়া।
তেমনটা হায় হলোনা আর শিয়াল ভেবেছে যেমন
বনের যত শিয়াল তারে দেবতা রূপে বরে কেমন
সবুজ রংয়ের শিয়াল নয়তো আর যেমন তেমন
দেবতা হলেই তারে আহা ধরা ধামে মানায় এমন!
হুক্কা হুয়া ভারি মজা চোর হয়েছে বন দেবতা
মোরগ পোলাউ মন্ডা মিঠাই রস গোল্লা রসা রসা
না চাইতেই পায়ের কাছে পরছে এসে
সব শেয়ালে শিকার ধরে রাখছে পাশে!
একদিন হায় ঝড় উঠেছে আকাশ ফুড়ে
ঝরের ঝাঁপটায় শিয়াল দেবতার পশম ওড়ে
বৃষ্টি বিজলি নামছে জোরে হুক্কা হুয়া
সবুজ পশম ধুয়ে মুছে উহু আহা!
হায়রে হায় দেবতা কোথা সবুজ রং গেল কোথা
বাদামী রংয়ের শিয়াল তবে ছিল এতকাল বনদেবতা?
এমন সময় গাইছে কেরে বনের ধারে
কায়া বদলাইছেরে বাবায় কায়া বদলাইছে।