কাশ্মীর
তুমি কি সুন্দরী নারী?
অপ্সরী, স্বর্গের রাণী হুর পরী
তোমাকে দুজনেই প্রেমিকা মানে
প্রেমিক পুরুষ ভারত-পাকিস্থান
আরেকজনও পড়েছে তোমার প্রেমে
ড্রাগনের দেশ গণচীন।
ত্রিভুজ প্রেমের অবুঝ সমীকরণে তুমি দিশেহারা
তোমার প্রেমিকরাও বড্ড বেয়াড়া
কিছুতেই তোমাকে ছাড়তে চায়না তারা।
সত্যি করে বলত
তুমি কি মনে মনে এদের কাউকে ভালোবাসো?
বাসনা! সত্যি বলছ?
তবে তুমি কি কুমারী থাকবে আজীবন
তোমার প্রেমিকরা কি তা মেনে নেবে?
তারাতো তোমার হৃদয়ের দখল না পেলেও
শরীরের দখল নিতে চায়
সুন্দরী নারীর শরীর বলে কথা
কে তার দাবী ছাড়তে চায় বল?
অথচ তুমি স্বাধীন হয়ে থাকতে চাও
অবলা নারীর স্বাধীনতা ইতিহাসে বিরল
তারচেয়ে বরং তুমি পুরষ হও
তোমার কথিত প্রেমিকরা তখন নিরবে লেজ গুটাবে।