যে পাতা ঝরে গেছে সে ঝরে যাক
নব পুষ্পের নব সাজ সবখানে ছড়াক
যদি ফুল ফুটতে হয়ে যায় দেরী
তবু যেন জয়গান বাজে বসন্তের-ই

এক ফাগুনে কোকিলের গান হয়না কভু শেষ
এক আগুনে বিপ্লবীরা হয়নাকো নিঃশেষ
এক ফাগুনের শপথের সুর আরেক ফাগুনে বাজে
এক বিপ্লব আরেক বিপ্লবকে কেবলই কাছে টানে!

এক ফাগুনে বর্ণমালা রক্তে হলো লাল
আরেক ফাগুন স্বাধীনতায় হলো যে উত্তাল
এক ফাগুনে নতুন গানে নতুন দিনের রেশ
আরেক ফাগুনে হাসবে সবে জাগবে বাংলাদেশ!

শুভ বসন্ত
সবাইকে ফাগুনের শুভেচ্ছা