তুমি বল্লে- এই অতগুলো মানুষের মাঝে তুমি হারিয়ে গেলে
আমি বল্লাম - মানুষ মানুষের মাঝেই হারায়, একাকি হারায় না।
তুমি বল্লে- মানুষের মাঝেই মানুষ বড্ড একা
আমি বল্লাম- একাকি মানুষের হৃদয়ের দ্বন্দ্বে মানুষ ভীষণরকম মুখর।
তুমি বল্লে- অনেক হৃদয়ের মাঝে নিজের হৃদয় বড় আলাদা
আমি বল্লাম- একলা হৃদয় ভীষণ রকম অদ্ভুত, ভীষণ ভাবুক
তুমি বল্লে- মানুষের হৃদয় জুড়ে হাহাকার, শূন্যতায় পূর্ণ
আমি বল্লাম- মানুষের হৃদয় এক সমুদ্র, পৃথিবীর সব সমুদ্র তার কাছে অতি সামান্য!
তুমি বল্লে- মানুষকে সহজেই পড়া যায়, মানুষ বড্ড সহজ
আমি বল্লাম- মানুষ হৃদয় খুঁড়ে তুমি পাবে না কোন সীমানা, হয়ত মহাশুন্যেরও শেষ আছে কিন্তু মানুষের মাঝে যে হৃদয় তার কোন সীমানা নেই, সে অসীম, তলহীন অতল!
তুমি বল্লে- মানুষকে সহজেই চেনা যায়
আমি বল্লাম- পৃথিবীতে মানুষ চেনার চেয়ে হিমালয় জয় করা সহজ!