পদ্মা সেতুর উপর বৃষ্টি নামছে
বাসের জানালায় পড়ছে বৃষ্টির ফোঁটা
প্রচন্ড বাতাস আমার চুলগুলো এলোমেলো করে
বয়ে যায় প্রবল বেগে
বাতাসের মৃত্যু ঘটে বাসের গায়ে এসে!
আমি যখন সেতুর উপরে
তখন মাওয়া ঘাটেও কি বৃষ্টি হচ্ছে
বৃষ্টির মাঝে কেউ কি দাঁড়িয়ে আছে ঘাটে
ইলিশের সাথে বেগুন ভাজার মৌ মৌ গন্ধে
ওখানে কি এখনো হকারেরা হাঁকে
এখনো কি চলে নদী পার হওয়ার প্রতিযোগিতা
এখনো কি বৃষ্টি এলে দোলে উঠে লঞ্চ
ডুবে যাওয়ার ভয়ে যাত্রীরা কাঁদে ক্ষণে ক্ষণে
নাকি ওখানে বৃষ্টিরাও এখন বদলে গেছে?