যখন সূর্য আলো ছড়ায় তখন তোমার নেকাব খোলনা'কো প্রিয়
তোমার রূপের তাজাল্লীতে সূর্য লাজে লুকাবে শত আলোক বর্ষ দূরে
তখন এ পৃথিবীর সব গাছেরা সালোকসংশ্লেষণ ক্ষমতা হারাবে
পাছে তুমি ই দায়ী হও আমি সেই ভয়ে অস্থিরতায় ভোগী!
পূর্ণিমার চাঁদের পানে তাকিয়ে তুমি সরিও না নেকাব
চাঁদ তার চেয়ে সুন্দর কিছু দেখে যদি করে ফেলে হার্ট অ্যাটাক
তখন তোমাকে না দেখা কবিরা আর কবিতা লিখবে না
চাঁদের অকাল পতনে তোমার নাম আসুক সে আমি চাইনে প্রিয়!
তারচেয়ে সেই ভালো, চাঁদ-সূর্য তোমার নেকাবে আছড়ে পড়ুক
তুমি নেকাবের আড়ালে ঢেকে রাখ তোমার অপরূপ সৌন্দর্য
পৃথিবীর সব আলো জানালার কার্ণিশ হয়ে ঝরে পড়ুক নেকাবে
তখন তুমি নেকাব খোলনা'কো প্রিয়, হয়ত অভিমানে চাঁদ সূর্য ডুবে যাবে!