পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এবার দাঁড়ালেন বিচার দিবসে
দুনিয়ায় সব সম্পদ গড়াগড়ি খেয়েছে তার পায়ে
ভোগের পেয়েলা উপচে পড়েছে মধু, মদ, শরবতে
কোন দুঃখ, কোন কষ্ট ছুঁতে পারেননি তাকে
প্রভুর নির্দেশে লক্ষ ফেরেশতা শিকলে বেঁধে
ক্রোধ অনলে ফেটে পড়া জাহান্নামকে এনে
বল্লেন- এবার তাকাও জাহান্নামের পানে।
পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি জান্নামের দিকে তাকালেন
প্রভু বল্লেন- এবার বল সুখ কি?
সে বল্ল-প্রভু হে জাহান্নাম দেখার পরে
আমি কোনদিন সুখ দেখেছি কিনা নেই মনে !
এবার পৃথিবীর সবচেয়ে দুখি মানুষের পালা
সুখ কাকে বলে জানে না সে
সারা জীবন দুখের কাঁটা বিঁধেছে তার পায়ে
ক্ষুধা, তৃষ্ণা, দারিদ্র্যের কষাঘাতে
কাটিয়েছে জীবন সে আসমুদ্র সমান কষ্টে
প্রভুর নির্দেশে এবার বেহেশত তার সম্মুখে
প্রভু বল্লেন এবার তাকাও বেহেশতের পানে
পৃথিবীর সবচেয়ে দুখি মানুষ এবার বেহেশতের পানে তাকালেন
প্রভু বল্লেন- এবার বল দুঃখ কি?
সে বল্ল- প্রভু হে বেহেশত দেখার পরে
আমি কোনদিন দুঃখ দেখেছি কিনা নেই মনে!