ফুটেছে চেরী ফুল
চারদিকে লেগেছে বসন্তের রঙ
যতটুকু কাদা ছিল অন্তরে মুছে গেছে
সুবাসিত ফুলে বিমোহিত সবে।
চেরী ফুলের পাপড়ি বাতাসে দোলে
লেকের স্বচ্ছ জলে প্রতিবিম্ব তোলে
সবুজ ঘাস ঢেকে যায় ফুলের কার্পেটে
বার্ধক্য থমকে দাঁড়ায় যৌবনের গানে!
জীবন সুন্দর এ চেরী ফুলসম
তবে জেনে রেখ তা ক্ষণস্থায়ী মম
ছোট্ট এ জীবন হোক আলোময়
চেরী ফুলের সৌন্দর্যের মত বর্ণময়।