কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছ তুমি
হে চীনের মহা প্রাচীর
বিস্ময় বিমুগ্ধ চিত্তে তাই দেখি
ওহে ক্ষয়িষ্ণু মহাবীর!
কিন সম্রাট তোমার ক্ষমতা হারানোর শংকা
বাজিয়ে দিল একোন মহাপ্রলয়ের ডংকা?
হান উপজাতি বড় দস্যু বর্বর
তোমার কাছে পৌঁছেছে সে খবর।
সেই শোনে তুমি গড়ে দিলে এক সুবিশাল দেয়াল
পৃথিবী আজও অবাক তাকায় দেখে তোমার খেয়াল।
কয়েদি, দাগী আসামী, বেসামরিক, সামরিক বাহিনী
অবিরাম শ্রম দিয়ে গড়ল এ এক আজব কাহিনী
কত শ্রমিক প্রাণ দিলে হেথা সে খোঁজ কে রাখে
যাদের সমাধি আজও আছে এ প্রাচীরের ফাঁকে ফাঁকে।
কিন সম্রাট হয়তো তুমি জানতে না তা
খানে খাকান চেঙ্গিস খানের কথা
ইতিহাস উল্টে দেয়া এ মঙ্গল সেনাপতি
হবে একদা তোমার প্রাচীরের নৃপতি।
ওহে মহা প্রাচীর তুমি আজ যাচ্ছ ক্ষয়ে ক্ষয়ে
মানুষের মানবতা তেমন লুপ্ত ধীর লয়ে।
যেমন করে তুমি একদা হয়েছিলে প্রতিরোধের প্রাচীর
মানব মনে তেমনি করে জাগুক বোধেরা ধীর।