মাকে নিয়ে হাসপাতালের বারান্দায় ছেলে
দাঁড়িয়ে আছে অসহায় বিষন্ন বদনে
ডাক্তার জানিয়েছে হাসপাতালে সীট নেই
যদি কেউ মারা যায় তবেই মিলবে সীট।
ছেলে অসুস্থ মাকে নিয়ে প্রহর গুণে
কখন আসবে কারো মৃত্যুর সুসংবাদ!

একজন মারা গেছে কিছুক্ষণ আগে
কিন্তু হায় আরেক প্রভাবশালী রোগী
সে সীটের দখল নেয় মহাসমারোহে
মৃত্যুর সুসংবাদ মুহূর্তেই বিষন্নতায় ডোবে।

আবার অপেক্ষা ছেলের
একটি সীট পাওয়া গেলে-
হয়ত বেঁচে যাবে মা
আরেকটা মৃত্যু যদি হয়
হবে তখন একটা সীট ফাঁকা
হয়ত অচিরেই ডাক্তার জানবে
আরও একটি মৃত্যুর সুসংবাদ
তবেই হবে মায়ের চিকিৎসা।

ছেলে মৃত্যুর সুসংবাদ শোনার অপেক্ষায়-
অতঃপর মৃত্যুর সংবাদ আসে
হায় সেটা সুসংবাদ নয়
দুঃসংবাদ!
বিণা চিকিৎসায়
মায়ের মৃত্যু হয়েছে তার...