কত স্বপ্ন মানুষের মনে
জীবন নিয়ে কতশত প্রত্যাশা
বাড়ি হবে, গাড়ি হবে, সংসার হবে
খ্যাতি হবে, কাড়ি কাড়ি অর্থ হবে
একটা নিরাপদ জীবন হবে
অথচ-
নদী মরে যাচ্ছে
খাল, বিল, ডোবা, পুকুর ভরাট হচ্ছে
মিঠে পানির সংকট বাড়ছে
ফসলের ক্ষেত কমছে
ভূমিকম্পের শঙ্কা বাড়ছে
পৃথিবীর উষ্ণতা বাড়ছে
গাছপালা, বন, তরুলতা উজার হচ্ছে
বায়ু, পানি, শব্দ দূষণ বাড়ছে
প্রকৃতি গলা টিপে হত্যা করা হচ্ছে
পৃথিবী এখন মৃত্যুর দুয়ারে
ইস্রাফিলের সিঙ্গায় ফুঁ দেয়ার সময়টুকও বাকি!
কিন্তু হায় অদ্ভুত
মানুষ এমনভাবে চলছে যেন কিছুই হবে না
সে মরবে না কোনদিন!
মরার আগে সে বেঁচে থাকে
পেট ভরা ইগো নিয়ে
পদের বড়াই নিয়ে
সম্পদের গর্ব নিয়ে
নিরুদ্বেগ স্বস্তি নিয়ে!

অথচ প্রয়োজন ছিল একতার
প্রকৃতি রক্ষায় সমন্বিত ভূমিকার
কিন্তু আদিম মানুষ এক হলেও
আধুনিক মানুষ একা
বিচ্ছিন্ন এক দ্বীপ!
প্রকৃতি বিচ্ছিন্নদের ক্ষমা করে না
প্রতিশোধ নেয়, হানে নির্মম আঘাত।