এইসব পৌষের ভোরে
সরিষা ফুলের উপর যে শিশির জমেছে সারারাত
সে একটিবার পেতে চায় সূর্যের দেখা
যদি শিশির কণায় না পরে এক ফোঁটা সৌর কিরণ
ভোরের পথিক থমকে দাঁড়াবে না শিশিরের রূপে
যে সুন্দর দাঁড়িয়ে থাকে একা নিরব ধ্যানে
সেখানে আরেক সুন্দর না এলে হয় না সুন্দরের পূর্ণতা
যে মানবী করেছে সৌন্দর্যের অহং
কোন মানব তারে ছুঁয়ে না দিলে সে সৌন্দর্য মরে যায়
যেমন মরে যায় কোন এক শিশির কণা
পৌষের ভোরের সোনালী রোদের ছোঁয়া না পেলে!