এখানে সাগর প্রেমে পড়েছে আকাশের
এখানে হয়েছে মিতালি নীলের সাথে নীলের
এখানে নারিকেল বনে হয় বাতাসের প্রেম
এখানে সমুদ্র লতার সাথে হয় বালিয়াড়ির হেম
এখানে ঢেউ এসে ডাকে এসো প্রিয় এসো
তোমার মনের সব কষ্ট ভেসে যাক সমুদ্র জলে
তোমার চোখের নোনা জল মিলুক সমুদ্রের নোনা জলে
তুমি আর কতটুকু কাঁদতে পার, কতটা জল তোমার চোখে?
সমুদ্রতো সেই জন্ম কাল থেকেই কান্নাকে করেছে সঙ্গী
যেখানে আছে প্রেম, যেখানে আছে ভালোবাসার গান
সেখানে আছে নোনা জলের এক অফুরন্ত সমাহার
সেখানে আছে নিরব কান্নার এক নিরব সংগীত।
তুমি কান্নার মাঝেই খুঁজে নাও তোমার সুখের গান
তুমি সমুদ্রের জলে চরণ ধুয়ে কর দুঃখের অবসান।