এই যে আমি রাত বিরাতে
যাচ্ছি সবি ভুলে
গতকাল যা মনে ছিল
আজকে না তাই মনে।
ভুলে যাওয়া খুব কি বাজে
ভুলছি সবই রোজ
কষ্টটাকেও যাচ্ছি ভুলে
পাচ্ছি না তার খোঁজ ।
জীবন একটা দুঃখের কুয়া
সুখ এখানে কম
ভুলতে পারার মাঝেই বুঝি
বৃথাই সুখের অহম।
যে আমাকে দুঃখ দিল
সেসব গেছি ভুলে
তাইতো দুঃখ পালিয়ে বাঁচে
জীবন রাঙে ফুলে!
ভুলতে যদি পারো বন্ধু
ক্ষণিক ধরার সাজ
তবেই পাবে সুখের দেখা
সুখের কারুকাঁজ।