তিনি এক চাটুকার
বড় এক নাটুকার
তেলের এক ভান্ডার
কাজ করে আন্ডার!
ভয়ে থাকে ডান্ডার
চলে সে আন্ধার
কচলায় হাত তার
অহেতুক বার বার।
রসে ভরা মুখ তার
তুলনা করে দেবতার
সাধারণ মানুষ হয়
অসাধারণ অবতার।
তার কথা শোনে নেতার
হয় এক শনি দশার
সেই শনি নয় কাটার
চারদিকে শুধু চাটার।
ভাই তুমি চাটুকার
কি দরকার প্রশংসার
থামো ভাই তুমি এবার
না হয সব হবে সাবাড়!