-সখি কেমনে থাকিব তোমার বিহনে একলা দূর দেশে?
- নিয়ে যাও সখা পুতুলের ফিতা তারদিকে চেও ভালোবেসে।
- সখি আমার বিরহে তোমার বেলা কাটবে কেমনে?
- বিরহ কি তা, আমিতো বুঝি না, কাটবে আপন মনে।
- সখি এঁকে দিতে চাই তোমার ঠোঁটে আমার চিহ্ন রেখা
- তারচেয়ে আমার পুতুলের ঠোঁটে এঁকে দাও আল্পনা
- সখি তোমার চোখে দেখেছি আমি আমার সর্বনাশ
- আরে বোকা, দুষ্ট খোকা, চোখে কি কারও হয় নাশ?
- তোমার চুলের গন্ধ, আমায় করেছে অন্ধ, চুলে বেঁধেছ মন
- আমার চুলে অন্ধ, তবে কথা বন্ধ, তোমার চুলে যে উকুন!
- আমি চলে গেলে তুমি খুশি হবে তবে আমি চলে যাই
- যাও তাড়াতাড়ি, যাব তব বাড়ি, সখিদের দেখা চাই
- তোমার বিরহে কাঁদবে আঁখি বাতাসে ওড়াব প্রেমের লিপিকা
- তুমি আর এসো না, ওগো লক্ষ্মী সোনা, গাছের শাঁখে গাইব গীতিকা
- বড় ব্যথা নিয়ে, চলে গেলাম প্রিয়ে, তুমি সুখি হও চাই গোপনে
- তোমার চলে যাওয়া, আমার খুব চাওয়া, পুতুলের বিয়ে- দেব এখনে।