দূরত্ব মানে সংখ্যা নয়
নয় মাইল বা কিলোমিটারের হিসাব
দূরত্ব মানে সময়ের ব্যবধান নয়
নয় চোখের আড়ালে চলে যাওয়া।

কাছে থাকলেই কাছে থাকা হয় না
কাছে থাকলেই ঘুঁচে না মনের দূরত্ব
আত্মার সাথে আত্মার যে মিলন
হাজার মাইল দূরে থেকেও হতে পারে
যে সময় চলে গেছে অতীতে, শত বছর পরে
সে সময়ের কারও সাথে হতে পারে দেখা
বোধের সাথে বোধের, চিন্তার সাথে চিন্তার মিলন!

কাছে থাকলেই হয় না মনের সাথে মনের দেখা
সারাটা জীবন কাছে থাকলেও
অপরিচিত থেকে যেতে পারে মন
বড় অচেনা মনে হতে পারে কাছের মানুষটাকেও!

দূর থেকে দূরে থাকাই দূরত্বের নাম নয়
কাছে থেকেও হতে পারে দূরে থাকা
যেন; লক্ষ কোটি আলোকবর্ষসম দূরের পথ!