আমি চির নতুন
ভোরের মিষ্টি আলোর মত
কার্তিকের নতুন ধানের মত
প্রেয়সীর লাজুক হাসির মত
শিশুর প্রথম কথার মত।
হে পৃথিবীর তাবৎ ঐতিহাসিকেরা
আমায় নিয়ে আগামীর ইতিহাস রচ
রূপকথা নয় কল্প কাহিনী লেখ!
হে বিশ্বের তাবৎ প্রত্নতত্ত্ববিদেরা
মাটি খুঁড়ে খুঁড়ে পুরানো সভ্যতায়
আমায় মিছেই খুঁজে ফির
আমায় পাবে তুমি আগামীর পথে!
আমি অতিতে বর্তমানে ভবিষৎতে
চির নতুন, নব মন্ত্রে মহিয়ান।
তাজের শুভ্র মর্মর পাথর একদিন ক্ষয়ে যাবে
হিমালয়ের চূড়াও একদিন হয়ে যাবে একঘেঁয়ে
প্রেয়সীর কোমল চামড়ায় নামবে বার্ধক্যের ভাজ
পৃথিবীর তাবৎ সুন্দরেরা নামবে পৌড়ের মিছিলে!
কিন্তু জেনো বন্ধু সে মিছিলে আমি নেই
আমি চির নতুন, একবার তাকিয়ে দেখ
কখনো ক্লান্ত হবেনা তুমি!!