ঘুমন্ত বেদনাকে জাগাতে নেই
তাকে ঘুমাতে দাও
কত কাল সে ঘুমাতে পারেনি
সে হিসেব তুমি জানো না!
নির্ঘুম রাত জেগে সে এখন ক্লান্ত
চোখগুলো সন্ধ্যার আকাশের মত টকটকে লাল!
ঘুম কাকে বলে সে ভুলেই গিয়েছিল
ঘুম ছাড়া কেউ বাঁচে বল??
পৃথিবীর সব সুপ্ত আগ্নেয়গিরির মত
সেও বেদনাকে লুকিয়েছে অতল গহিণে।
সে বেদনার ভেজানো দরজায় মিছে কড়া নেড়োনাকো!
আহা! সে ঘুমাক এতকাল পড়ে
শিরিষের পাতার ফাঁকে বাতাস বয়ে যাক
জানালার ফাঁকগলে আসুক ভালোবাসা
চাঁদের জ্যোস্না তার ঘুমন্ত চোখে একে দিক স্বর্গের প্রতিচ্ছবি।
কতকাল কেউ তার চোখে ভালোবাসার চোখে তাকায়নি
সেসব সে ভুলে যাক ঘুমন্ত বেদনার আড়ালে।
ঘুমন্ত বেদনাকে জাগাতে নেই
তাকে ঘুমাতে দাও।