একদা বাদশা আলমগীর হয়েছিল রুষ্ট
তাহার মনেতে সেকি ভীষণ কষ্ট
গুণধর পুত্র তাহার দিয়েছিল জল ঢেলে
দেয়নি ধুয়ে পা, দায়িত্ব শেষ নয় শুধু জল ফেলে।
বাহরে বা মারহাবা বাদশা আলমগীর
শিক্ষকের মর্যাদা উঁচু করিলে উর্ধে তুলিলে শির।
হায় বাদশা তুমি আজ নেই বলে
জানলেনা এ মহান কীর্তি বাংলা মায়ের কোলে
তোমার পুত্র যেথায় দেয়নি ধুয়ে পা
এ বাংলার ধন্য ছেলেরা সেথায় ধুয়ে দেয় গা
একদম জোর করে ঘাঁড় ধরে
ব্যাটা ধুবিনে কততে ওরে
পুকুরে নামায়ে গোসল করায়ে শিক্ষকের সম্মান
শোনে বাদশা বলে বাহরে বাহ রেখেছ দেশের মান!