ঘড়ির কাটা চলেছে উল্টো দিকে
টাইম মেশিনে চড়েছে বিশ্ব
সময়ের উল্টো রথে ঘুরে ঘুরে
সে চলে যাবে আদিম সভ্যতায়!
এইসব ঘোড়দৌড় থেমে যাবে
প্রকৃতি আর নতুন করে সইবে না কিছু
আমাজনের আগুনে পুড়ে যাবে নগর
সমুদ্রতো কবেই তেলের ভাগাড়!
জানতো উন্নয়ন ইউ আকৃতির
নিচু থেকে চূড়ায় ওঠে আবার পতন
পৃথিবী এখন ইউ এর উপরের অংশে
ঘড়ির কাটা আর সামনে এগুবে না।
মানবিকতা আজ পারমাণবিকতায় বন্দি
পৃথিবীতে এবার যুদ্ধ হবে
নগরগুলো ধ্বসে যাবে
পিলপিল করে মানুষ চলে যাবে গ্রামে।
অতঃপর বিশ্ব নিজেকে দেউলিয়া ঘোষণা করে
ডুবে যাবে আঁধারের অতল তলে!