সে ছিলো আমার ফেসবুক বন্ধু
মারা গেছে কয়েক বছর আগে
আমারই গ্রামের এক কাকা
অসম্ভব সুদর্শন এক যুবক
মারা গেছেন প্রবাসে!
তার জন্মদিনের নোটিফিকেশন পেলাম
রোজ অন্য বন্ধুদেরটাও যেমন পাই।
আমি কি তাকে শুভেচ্ছা জানাব?
কিছুটা দ্বিধা নিয়ে দেখি টাইমলাইন।
শেষ স্টাটাস- মৃত্যুও জীবনের মত সুন্দর!
আচ্ছা মানুষ কি বুঝতে পারে মৃত্যুর ডাক?
আমি একে একে দেখি তার হাস্যজ্বল ছবি
এখনো কত জীবন্ত, কতটা সজীব
মনে হয় এইতো এখনো আছেন ওপাশে
হয়ত মেসেজ করলেই সাড়া দিবেন!
কত স্মৃতির পসড়া সাজানো ফেসবুক জুড়ে
তার জীবনের স্মারক চিহ্ন রয়েছে এখনো
এই যে প্রতিদিন চলে যাওয়ার মিছিলে
কতজন চলে যায় চেনা জানা মানুষ
তাদের মিছিলে আমিও একদিন চলে যাব
সে চিরন্তন সত্য যেন ভুলি হররোজ!
আমি মেসেজ করি- কেমন আছেন কাকা?
কোন সাড়া নেই, ওপাশে ঠান্ডা শব্দহীন নিরবতা
দিনশেষে বুঝি নিরবতাই সত্য, শূন্যতাই স্থায়ী
একটি মৃত আইডি এসে সে কথাই যায় বলে।