স্বর্গে দানিয়ুব নদীর সাথে দেখা হলো পদ্মার
দানিউব নদীর মুখে স্বর্গের হাসি
পদ্মা কাঁদছে স্বর্গে বসে জাহান্নামের কান্না
দানিয়ুব- হে পদ্মা তোমার কিসের এত দুঃখ?
পদ্মা- দুঃখতো আমার নিত্য সঙ্গী সে তুমি বুঝবে না
দানিয়ুব - এই যে আমি বয়ে চলেছি য়্যুরোপের দশটি দেশ জুড়ে কই আমিতো তোমার মত কাঁদি না
পদ্মা- তোমার দু তীরে সভ্যতা,  সভ্য জাতি, তারা নদীর দুঃখ জানে, আমার সে ভাগ্য নেই
দানিয়ুব - তুমিতো কল্লোলিনী নদী, হিমালয়ের মানস সরোবর হতে তোমার যাত্রা, এক চঞ্চলা নারীর মত, অপরূপা,  অপূর্ব
পদ্মা- তোমার বুকে কি ড্যাম আছ? আছে ক্রস বাঁধ, সুইসগেট? তোমার টুটি কি কেউ চেপে ধরেছে?
দানিয়ুব - না, আমিতো বয়ে চলেছি বাঁধাহীন
পদ্মা- আমাকে দুভাগ করা হয়েছে, আমি গঙ্গা, আমি পদ্মা, আমার মাঝে ফারাক্কা, মরণ বাঁধ!
দানিয়ুব - কে বাঁধ দেয় নদীর বুকে? নদীতো এক সত্তা, সে বইবে বিরামহীন, তার দেশ নেই, সেতো একক
পদ্মা- আমাকে টুকরো টুকরো করা হয়েছে, সভ্যতার ধ্বজাধারী এক বৃহৎ রাস্ট্র আমাকে মারছে তিলে তিলে
দানিয়ুব - এত অসভ্যতা, এতো বর্বরতা, নিচতা, হীনতা
পদ্মা- এটাই আমার নিয়তি, আমি বইছি নীচতা হীনতার মাঝে আর তুমি বইছ উদারতার মাঝে। আমার কল্লোলগানে তাই অশ্রু ঝরে, তোমার কল্লোলতায় পাখিরা হাসে!