ও পাহাড় এতদিন তোমার বুকে বয়ে চলা ঝর্ণাকে
তোমার উচ্ছল হাসি ভেবে ভুল করেছি
তুমি যে ঝর্ণার আড়ালে নিরন্তর কেঁদে যাচ্ছ
দুঃসহ বেদনাভার উগরে দিচ্ছ, তাতো বুঝিনি!
তোমারও ক্ষোভ আছে, প্রতিশোধ স্পৃহা আছে
তাই বুঝি -তোমার কোলে আশ্রয় নেয়া অসহায়দের উপর
চালালে তোমার ক্ষোভের নির্মম বহিঃপ্রকাশ!
যারা পাহাড়খেকো, পাহাড় চেটে চেটে উদর করেছে পূর্ণ
যারা বন খেকো, বন কেটে কেটে প্রকৃতি করেছে চূর্ণ
তাদেরতো টিকিটি ছুঁতে পারনি, অথচ
অসহায়ের ঘরে পড়েছ হেলে!
ছিঃ ছিঃ এই তোমার শৌর্য বীর্য?
শোনেছি তোমার বুকে কেটে গড়েছে তিলে তিলে
হোটেল, মোটেল, রেস্টহাউস, বাংলো
দুদিনের অতিথীদের নষ্ট পানশালা!
আর একবিংশ শতাব্দীর নিষ্ঠুর প্রহসন হয়ে
পরিবেশ অধিদপ্তরের সুবিশাল অফিস!!
ও পাহাড়, তুমি জেগে উঠ আরেকবার
পাহাড়খেকো, বনখেকো, মাটিখেকোদের বিরুদ্ধে
পার যদি তোমার কান্নার ঝর্ণা হতে দু ফোটা জল রেখ
তোমার কোলে আশ্রয় নেয়া মৃতদের তরে।