এসো রমজান এসো এসো
মুমিনের অন্তরে সুবাস রেখো
এসো পাপের পৃথিবী পুণ্যে সাজাতে
এসো তাক্বওয়ার স্নিগ্ধ সুবাস ছড়াতে

এসো এসো
পথহারাকে ভালোবেসো
যে ডুবেছে পাপের দরিয়ায়
তারে টেনে তুলো খোদার ইশারায়

এসো রমজান এসো এসো
খোদার রহম নিয়ে তুমি হেসো
যে হৃদয়ে আশা নেই তৃষ্ণায় কাতর
তারে প্রেম দিও, ছুঁয়ে পরশ পাথর।