সেদিন এক সার্কাসের হাতি আমার সামনে দাঁড়াল-
- কি চাই
- দশটি টাকা
- তুমি মাত্র দশ টাকার জন্য আমার সামনে দাঁড়ালে
- জ্বি, জনাব মাত্র দশ টাকা
- তুমি কি তোমার ক্ষমতা সম্পর্কে জান?
- জ্বি জনাব
- কি জান?
- আমার ক্ষমতা এ শেকলের দৈর্ঘ্যের সমান
-মানে তুমি বলতে চাচ্ছ শিকলের বাইরে তুমি যেতে পার না
- ঠিক তাই, আমিতো ছোট বেলা থেকে এটাই জেনে এসেছি
- তুমি হলে পৃথিবীর এক মহান প্রাণী। তোমার যে দেহ, আর যে শক্তি, সে দিয়ে চাইলে বিশ্বজয় করতে পার
- আমি? অদ্ভুত কথা শোনালেন বড়!
- তুমি হলে মাটির উপরে সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী, তোমার সম্মান অনেক উপরে, আর সেই তুমি কিনা হয়েছ সার্কাসের পণ্য?
- জনাব আমি যা না তা আমাকে বলবেন না। দশটি টাকা দেন আমি বিদায় হই
- তুমি তোমার নিজকে চেন না, তোমার অবস্থা বুঝ না
- আমার আবার অবস্থান। মালিক খেতে দিলে খাই, না দিলে খাই না। সবই আমার উপরে বসা মালিকের দয়া
- উপরে বসা ওই পুঁচকে ছোকরা তোমার মালিক
- জ্বি জনাব, তিনি মহান, আমি তার কাছে নিতান্তই ক্ষুদ্র, তিনি দয়া করে আমাকে এ সার্কাসের কাজে নিয়োগ করেছেন তাই আমি খেয়ে পড়ে বেঁচে আছি।
- তুমি ছুড়ে ফেল ওই পুঁচকে ছোঁড়াকে। চলে যাও বনে। তুমিতো বনের রাজা।
- ওসব বলবেন না জনাব। ওসব বল্লে পাপ হয়, ওসব চিন্তা শয়তান আপনার মাথায় এনেছে। আমি এক দূর্বল প্রাণী। মালিকের দয়ায় আমার এ জীবন।
- আফসোস! গোলামী জিঞ্জির পড়ে তুমি গোলামির জালেই থাকতে ভালোবাস। স্বাধীন জীবনে তোমার বড় ভয়।
- জ্বি জনাব আমি গোলাম। আমার মালিকের গোলাম। দয়া করে দশটি টাকা দিন। বিদায় হই।