মহাশূন্যে বসে আছে একটা পাখি
পাখিটির ঠোঁটের সামনে আমাদের পৃথিবী
একটা ছোট্ট সরিষা দানার সমান!
পাখিটি চাইলে এক ঠোকরে করতে পারে
সরিষাদানা সম এ পৃথিবী সাবাড়!
কিন্তু সে তা করছে না
সে বসে বসে দেখছে-
এ ছোট্ট সরিষা দানার অধিবাসীদের কাজ কারবার।
নীলতিমি, হাতি,জিরাফ, সিংহ, বাঘ,ভাল্লুক
মৌমাছি, বোলতা, মশা, মাছি, অ্যামিবা
পাখিটি আরও দেখে দু পেয়ে মানুষের নড়াচড়া
সে হাসে তাদের দম্ভ, হম্বিতম্বি, লোভ-লালসা দেখে
ডোনাল্ড ট্রাম্প, পুতিন, শি জিনপিং, মোদি, কিম জন উং
বিশ্ব নেতাদের উদ্ভট চিন্তাধারায় সে মজা পায় খুব
পাগলাটে বিজ্ঞানী, বুদ্ধিজীবী, ধর্মীয় চিন্তক
সবার চিন্তার স্বল্পতায় পাখিটি হেসেই খুন!
এ ছোট্ট দুপেয়ের দল ভাবে
এ মহাশূন্যে ভেদ করে তারা যাবে উড়ে
যেখানে আছে খোদার আরশ!
ওদের চিন্তার সংকীর্ণতা, সীমাবদ্ধ জ্ঞান
পাখিটিকে হাসায় নিরন্তর
ওরা বালুর ঘরে স্বর্গ রচে
চিরদিন বাঁচার স্বপ্ন দেখে
ওরা দূর্বলের অধিকার ছিনিয়ে নিয়ে
নিজের পেট করে পূর্ণ!
পাখিটি মাঝে মাঝে ঠোকরে খেতে চায় এ পৃথিবী
কিন্তু যখন দেখে এক ছোট্ট শিশু
মায়ের কোলে খলবল করে হাসে
তখন সে মুগ্ধ চোখে- অবাক তাকিয়ে থাকে!