তিনি এসে বসলেন
মৃদু মৃদু হাসলেন
খুক খুক কাশলেন
হাত দুটো কচলেন
বল্লেন দাদা
হবে কি কিঞ্চিৎ চাঁদা?
বল্লাম কেন হে
এইসব কহ যে
আমি নই অতটা গাধা
শোনব বলবে যা তা।
তিনি তখন জানালেন
বাড়ি তার কানা লেন
নয় সে পুঁচকে নেতা
মন্ত্রী লাগে তাঁর জ্যাঠা!
তারে আমি বল্লেম
আমি তবে চল্লেম
কথা কি তোমার হাচা
জেনো আমিও মন্ত্রীর চাচা।
শোনে তিনি হাসলেন
এই বলে পালালেন
না জেনে এসেছি দাদা
আমি এক মস্ত গাঁধা!