বিদায় বেলায় পিছু ফিরে তাকাতে নেই
হাজারো চোখের অশ্রু জলের প্লাবনে ভাসতে নেই
বেদনায় ভরা চোখে চোখ রাখার চেয়ে
পৃথিবীতে আর কোন কষ্ট নেই!
বিদায়ের বেদনায় হে বিদায়ী অতিথী
তুমিতো কষ্টে ভোগ হিমালয় সম মম
যারা রল পিছনে পড়ে তোমার বিদায় বেলায়
তাদেরও দুঃখ তেমন, তোমার যাতনা যেমন।
চেয়ে দেখ স্রোতস্বিনী নদীর ছুটে চলায়
চলেছে সে অবিরাম নিরব ধ্যানে
পিছনে কত দুঃখ বেদনা আনন্দ সুখ স্মৃতি
পড়ে থাকে, নদি বয়ে যায় নিরবে।
ওগো অতিথী, যাক ফেটে বুক, বেদনার চোখ
উঠুক ভরে কষ্টের লোনা জলে
সে জল মুছতে নেই, তাকে ঝরতে দাও
বেদনার ভারে ভারাক্রান্ত হৃদয়ে-
বিদায় বেলায় পিছু ফিরে তাকাতে নেই
অতীতের পানে ছুটে অশ্রু জলে ভাসতে নেই।।
----------------------------------