সীম ফুল ফুটে আছে নিরালায়
ভ্রমর গান গেয়ে যায়  সুরেলায়
সীম পাতা ভরে আছে শিশির কণায়
মাকড়সা চুপিসারে জাল বিছায়
সীম ফুল ফুটে আছে নিরালায়।
কে হায় কার পানে ফিরে চায়
কুয়াশারা বিষাদে ঝরে যায়
কার বুক ভরে আছে বেদনায়
কার মনে মরে গেছে নীল ব্যথায়
সেই খোঁজ কে আর রাখে হায়
সীম ফুল ফুটে আছে নিরালায়।
পলাতক পাখি কেন ফিরে চায়
বিড়ালেরা বসে আছে ভিঁজে কাঁথায়
গাজায় শিশুরা হায় কেমনে ঘুমায়
মরা শিশুর গালে তবু মা চুমায়
সীম ফুল ফুটে আছে নিরালায়।
মাঝ রাতে চাঁদ মেঘেতে হারায়
বট গাছে প্যাঁচা একা কেঁদে যায়
প্রহরীর ঝিমুনি ভাঙে কুকুরের কান্নায়
কার মানিক শীতে কাঁপে রাস্তায়
সীম ফুল ফুটে আছে নিরালায়।
খেঁজুরের পাতা চুয়ে রস ঝরে যায়
বাঁদুরেরা কোথা ছুটে ডানা ঝাঁপটায়
শুকতাঁরা জ্বলে আছে বাঁশের ডগায়
শীতে ঘরে থরো থরো কার বুড়ো মায়
সীম ফুল ফুটে আছে নিরালায়।