বাগদাদ
হে আরব্য সুন্দরী
তোমার নিরাপত্তার ভার দিয়েছ কাদের?
ওরা বাহাসের ময়দানে মস্ত পন্ডিত
যুদ্ধের ময়দানে ভিতু বিড়ালের ছা!
বাগদাদ
তোমার শিল্প সুষমা আজও কান পেতে শোনি
আরব্য রজনীর হাজার রাতের কেচ্ছায়
কি তোমার দ্যুতি! কি তব রূপের ছটা!
বাকি পৃথিবীর সব শহর যদি প্রেমিক হয়
তবে তুমি হবে শ্রেষ্ঠ প্রেমিকা!
বাগদাদ
হে জ্ঞানের শহর
আজও যেন দেখি বায়তুল হিকমাহতে
তাবৎ পৃথিবীর জ্ঞান ভান্ডার
তুমি করেছ জড়ো।
বায়তুল হিকমাহ যদি জ্ঞানের সূর্য হয়
সে আলো পুরো ভূবনে ছড়াল।
হায় বাগদাদ
বায়তুল হিকমাহর দরজা হতে
যেদিন শাসকেরা দাঁড়ালো জলসার মজলিসে
সেদিন তোমার কবর হয়েছে খোঁড়া
শুধু দাফনের কাজটুকু ছিল বাকি!
হায় বাগদাদ
কিতাবের ভাঁজে রক্ষিত জ্ঞান
তোমাকে বাঁচাতে পারেনি
তোমার সকল ঐশ্বর্য লুটে নিল হালাকু খান
এমনভাবে যেন তুমি ছিলেই না কখনো!
হে সুন্দরী বাগদাদ
তুমি ধর্ষিত হলে
তোমার রক্তে লাল হল দজলা ফোরাত
তোমার রক্ষিত কিতাব পুড়ে কালো হল শেষে!
মৃতদের খুলির পিরামিড নগরের দ্বারে দ্বারে
আরব্য রজনীতে নামে দুঃস্বপ্নের রাত!!
তুমি হলে পরিত্যক্ত
মৃত্যু উপত্যকার এক বিরান জনপদ!