স্রোতের অনুকূলেতো পিঁপড়াও ভেসে যায়
একবার প্রতিকূলে যেয়ে দেখ
কত বার আগাতে গিয়ে যাবে পিছিয়ে
তুমি হতে পার বাঘ হতে পার সিংহ
হতে পার ধরার বুকে হেঁটে চলা মস্ত হাতি
স্রোতের প্রতিকূলে বাঁধা পাবে বারে বার।
যে মিছিল চলছে ধীরে তার অনুকূলে
না হেঁটেও হেঁটে যাবে তুমি
কিন্তু একবার মিছিলের বিপরীতে হেঁটে দেখ
এক কদম আগাতে চার কদম যাবে পিছিয়ে!
যদি পৃথিবীকে বদলাতে চাও
স্রোতের বিপরীতে হাঁটতে শিখ
যদি আগত পথিকের পথ গড়তে চাও
স্রোত কেটে কেটে এগিয়ে যাও
যেমন এগিয়ে যায় মা ইলিশের দল
প্রচন্ড স্রোতের বিপরীতে নতুন প্রজন্ম রক্ষায়!
স্রোতের অনকূলেতে কচুরিপানাও ভাসে
প্রতিকূলে ভেসে চলার সাহস কজন রাখে?