তোমাকে দেখার পর
কত শত কোটি বছর কেটে যাবে পলকে
হে সুন্দরতম সুন্দর হে!
শুধু তোমাকে দেখব বলে
কত রাত কেটেছে মুনাজাতে, জিকিরে, জায়নামাজে
শুধু তোমাকেই দেখার আশায়
কত দূর্গম পথ দিয়েছি পাড়ি
কত প্রলোভনের হাতছানি, কত কহুকের মায়াজাল
নি়র্লিপ্ত বদনে গিয়েছি মাড়ি।
দেখার তৃষ্ণার চেয়ে বুঝি আর নেই কোন তৃষ্ণা
তোমাকে দেখার পর আমি শুধু দেখতেই থাকব
কখন চোখে পড়ছে পলক জানব না তা
পলকহীন চোখ সুন্দরতম সৌন্দর্য দর্শনে
হবে না এতটুকু ক্লান্ত, এতটুকু নিষ্ক্রান্ত!
যদি তোমাকে না দেখার শর্তে পেয়ে যাই বেহেশত
তবে সে বেহেশতে আমার জায়গা না হোক
যদি তোমাকে দেখার শর্তে নিক্ষিপ্ত হই জাহান্নামে
তবে সেখানেই বসে আমি হাসব পুষ্পের হাসি!
এ ধরায় আমার আগমনের পরে শুধুই জানতে চেয়েছি
কে তুমি মহান, চিরন্তন কল্যাণকামী, দয়াময়
সে তোমাকে না দেখার যন্ত্রণা যেন আমার না হয়!
তোমাকে দেখার পর
এ চোখ যেন তোমাকেই দেখবে বারে বার।